আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে মেয়র কাপ আমন্ত্রণমূলক ভলিবল প্রতিযোগিতা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে মেয়র কাপ আমন্ত্রণমূলক ভলিবল প্রতিযোগিতা।

শিলিগুড়ি এবং কলকাতার বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় চলবে।গতকাল রাতে মেয়র গৌতম দেব সাংবাদিকদের জানান ফুটবল এবং ক্রিকেট ছাড়া টেবিল টেনিস এবং ভলিবল শিলিগুড়িতে সমানভাবে জনপ্রিয়।মানুষ অনেক দিন পরে শিলিগুড়িতে এই ধরনের প্রতিযোগিতা উপভোগ করবে। আমরা মানুষের কাছে আবেদন জানিয়েছি তারা যেন তারা যেন খেলা দেখতে আসেন।দিন রাতের এই প্রতিযোগিতা যথেষ্ট আকর্ষনীয় হবে বলে জানান করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।প্রতিযোগীতায় বিজয়ী এবং বিজিত দল যথেষ্ট আকর্ষনীয় পুরষ্কার পাবে বলে জানান মেয়র।

আরও পড়ুন -  SAMSUNG এর ৫জি স্মার্টফোনটি টেক্কা দেবে oneplus এর দামি ফোনকে, সস্তায় পেয়ে যাবেন চমৎকার ক্যামেরা যুক্ত