শাক-সবজির মধ্যে অন্যতম হলো পালং শাক, বানিয়ে ফেলুন পালং পনির

Published By: Khabar India Online | Published On:

শাক-সবজির মধ্যে অন্যতম হলো পালং শাক। অনেকের এটি খুব প্রিয়। সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর এই শাক দিয়ে তৈরি করা যায় বিভিন্ন ধরনের খাবার। এর মধ্যে পালং পনির অন্যতম।

কি কি লাগবে? 

পালং শাক- ১ কেজি।

পনির- আধা কেজি।

আস্ত জিরে- ১/২ চা চামচ।

শুকনা মরিচ- ২টি।

পেঁয়াজ- ৩টি।

জিরে গুঁড়ো- ১/২ চামচ।

ধনিয়া গুঁড়ো- দরকার মতন।

আরও পড়ুন -  Symptoms: কেন বিপজ্জনক ? এর উপসর্গ কী ? `ওমিক্রন `

আদা কুচি- অল্প।

রসুন কুচি- অল্প।

কাঁচা মরিচ- ২টি।

টমেটো কুচি – ১টি।

দারুচিনি- দুই টুকরা।

এলাচ এবং লবঙ্গ- ২টি।

মরিচের গুঁড়ো- ১ চামচ।

হলুদ গুঁড়ো- ১/২ চামচ।

 সাদা তেল- পরিমাণমতো।

মাখন- ২ চা চামচ।

লবণ এবং চিনি- দরকার মতন।

তৈরী করুন।

গরম জলেতে পালং শাক সেদ্ধ করে জল ফেলে দিন। এবার পনি ছোট ছোট করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে পনির হালকা ভেজে নিন। এবার আস্ত জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা মরিচ ও টমেটো কুচি একসঙ্গে কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।  তারপর ব্লেন্ডারে পালং শাক এবং সব ভাজা উপকরণ দিয়ে পেস্ট করে নিন।

আরও পড়ুন -  অক্ষরা সিং বন্ধ ঘরে কী করলেন খেসারি লাল যাদবের সঙ্গে, ঘর আগুন হয়ে গেলো, ভিডিও ভাইরাল

কড়াইতে তেল ও মাখন দিয়ে তাতে একে একে দারুচিনি, এলাচ, লবঙ্গ, ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে অল্প গ্যাসে কয়েক মিনিট কষান। বেটে রাখা পালং শাক এবং মশলা দিয়ে সামান্য জল দিন। অল্প গ্যাসে কয়েক মিনিট কষিয়ে নিন।  এখন লবণ, চিনি, ভেজে রাখা পনির এবং গরম মশলা দিতে হবে। অল্প গ্যাসে চাপা দিয়ে রান্না করুন।  তারপর নামিয়ে নিতে হবে।।

আরও পড়ুন -  Mamata Banerjee on 6th Pay Commission: সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মহার্ঘ ভাতা আন্দোলনের মাঝেই

ছবিঃ সংগৃহীত।