Gold Price after Budget: দাম বাড়ল সোনার আবার, বাজেটের পর সোনা ও রুপার, সর্বশেষ রেট জানুন

Published By: Khabar India Online | Published On:

ব্যাপক দাম ওঠানামা করছে সোনা এবং রুপোর। বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের।

জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। গত পয়লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণার পর থেকে ধীরে ধীরে দাম কমছে মূল্যবান হলুদ ধাতুর। আজ তেমনটা দেখা যায়নি।

আরও পড়ুন -  Bank Locker Rules: লকার ভেঙে গয়না চুরি হলে ব্যাংক দায়ী? জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম

আন্তর্জাতিক বাজারে উত্থান সত্ত্বেও, ভারতে আজ সোনা এবং রূপার দাম বাজার খোলার সাথে সাথেই দ্রুত পতন হয়েছে। আজকে সোনা এবং রুপার সর্বশেষ রেট কত?

সোমবার, ৬ ফেব্রুয়ারি ভারতে সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ইতিবাচক মোড় নেয়। খবর লেখার সময় পর্যন্ত, সোনার ফিউচার ০.৫৬ শতাংশ বৃদ্ধির সাথে ৫৬,৯০০ টাকায় লেনদেন হয়েছিল। রৌপ্য ফিউচারও ০.১৩ শতাংশ বৃদ্ধির সাথে ৬৭,৬২২ টাকার স্তরে লেনদেন করছে। খুচরা বাজারে সোনার দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৭,১৬০ টাকায়। এক কেজি রূপার দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হয়েছে ৭১,২০০ টাকায়।

আরও পড়ুন -  পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষক দম্পতির

প্রতীকী ছবি।