Gold Price: ৬০ হাজারের গণ্ডি পার করলো সোনার দাম, বাড়ছে সোনার দাম দিনের পর দিন

Published By: Khabar India Online | Published On:

কলকাতার বাজারে ৫৯,৫০০ টাকা দাম উঠল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। জিএসটি ধরলে এই দাম হবে ৬১ হাজার ২৮৫ টাকা।

ব্যবসায়ীদের আক্ষেপ অস্থিরতার কারণেই বিশ্ববাজারে এই বর্ধিত দামের প্রভাব পড়ছে। তা সত্ত্বেও এত আমদানি শুল্ক কমানোর আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র। গত দুইদিনে দেশে সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। এক ধাক্কায় ১৭০০ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। সূত্রের খবর, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিসার্ভ সুদের হার আরো ২৫ পয়েন্ট বৃদ্ধি করার কারণে বুধবার ডলারের দাম আরো বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন -  Gold Price Today: বুধবার সোনার দামে কিছু পরিবর্তন হয়েছে, আজকে দর কি?

ফলে একই সাথে দাম বেড়েছে সোনার। এই মুহূর্তে সোনার দাম প্রতি অউন্স ১৯৬০ ডলার। বৃহস্পতিবার ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ৫০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করেছে। যারা সোনায় বিনিয়োগ করেন তাদের জন্যও সময়টা খুব একটা ভালো নয়। এই সময় যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। পরবর্তীতে যদি দাম কমে যায় সোনার তাহলে তিনি বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। সেই কারণে যারা সোনায় বিনিয়োগ করেন তারাও কিছুটা দূরে থাকতে চাইছেন।

আরও পড়ুন -  Dance Video: ঠুমকা লাগালেন এই সুন্দরী যুবতী হলুদ শাড়িতে, পুরুষ ভক্তরা কিলার এক্সপ্রেশনে ঘায়েল

দু’দিনে কলকাতার রুপোর বাট কিলোগ্রাম প্রতি ৩১০০ টাকা বেড়ে হয়েছে ৭১,৩০০ টাকা। ব্যবসায়ীদের দাবি বাজেটের উপর আমদানি শুল্ক বেড়ে ২৫ শতাংশ হওয়ার কারণে গয়না বাসন সহ নানা পণ্যের দাম বৃদ্ধি পাবে।  সোনার গয়না আমদানিতে শুল্ক বেড়ে ২৫ শতাংশ হলেও তার কোন প্রভাব পড়বে না।

আরও পড়ুন -  Gold Price Today: স্বস্তিদায়ক পর্যায়ে সোনার দাম, কলকাতায় কত দাম আজকে?

প্রতীকী ছবি।