Union Budget 2023: সম্পূর্ণ কর ছাড় বার্ষিক ৭ লাখ টাকা আয়ে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি কি বড় ঘোষণা করলেন?

Published By: Khabar India Online | Published On:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ চাকরিজীবী মানুষের জন্য বাজেটে সুখবর দিয়েছেন। বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোন কর দিতে হবে না। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন, যদি কোন ব্যক্তি বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয় করেন তাহলে তাকে সরকারকে কোনরকম কর দিতে হবে না।

মোবাইল ফোন ও টিভির যন্ত্রাংশের শুল্ক কমানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। টিভি ও স্মার্টফোনের দাম আগে তুলনায় অনেকটা কমবে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন -  Booster Dose: আজ থেকে কোভিড ১৯-এর বুস্টার ডোজ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। আগামী তিন বছরের সরকার ৭৪০ টি একলাব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক ও সহায়ক কর্মী নিয়োগ করবে। দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে। অর্থমন্ত্রী আরো বলেছেন, মেডিকেল রিসার্চে জোর দেওয়া হবে, তৈরি করা হবে ১৫৭ টি নতুন নার্সিং কলেজ। জেলায় জেলায় ডিজিটাল লাইব্রেরী তৈরি করা হবে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পর্যটন ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে পারে ভারত সরকার।

আরও পড়ুন -  Budget News: বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ, KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড

৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায় রয়েছেন। বাজেটের সাতটি বিষয়ের উপরে প্রধানত জোর দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে স্টার্টআপ নিয়ে এসে কৃষি ক্ষেত্রকে ডিজিটাল ভাবে সামনে আনার চেষ্টা করছে ভারত সরকার। কম বয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে আরো বেশি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন, এই বাজেটে পরিবেশবান্ধব প্রকল্পগুলিতে বেশি নজর দেওয়া হবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ উন্নয়নে জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা অধীনে কেন্দ্রীয় সরকার ২ লক্ষ কোটি টাকা বহন করছে এই মুহূর্তে। বিভিন্ন অন্তদয় প্রকল্পে দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে চলেছে ভারত সরকার। ছবিঃ এএনআই

আরও পড়ুন -  Depression: নিম্নচাপের প্রভাব পড়তে পারে মালদা জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে