পশ্চিমবঙ্গ খাদি, তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা-২০২৩

Published By: Khabar India Online | Published On:

খায়রুল আনাম, বোলপুরঃ   চরম অব্যবস্থার মধ্যে দিয়ে বোলপুরে শুরু হলো পশ্চিমবঙ্গ খাদি, তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা-২০২৩। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা। নির্ধারিত সময়ের বহু পরে শুরু হওয়া এই মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। একটি অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য যে ন্যূনতম সৌজন্যবোধ দেখানোর প্রয়োজন আয়োজকদের পক্ষ থেকে দেখানোর প্রয়োজন ছিলো, তার ধারে কাছেও তারা যাননি।

আরও পড়ুন -  Tiyasha Roy: ‘দেবী কৌশিকী’র বেশে, শ‍্যামা আসছে মহালয়ার ভোরে

এই ধরনের একটি মেলায় কতগুলি স্টল দেওয়া হয়েছে, খাদি, তাঁতবস্ত্র ও হস্তশিল্পীদের আর্থিক বিকাশ এবং কর্মসংস্থান কী ভাবে হতে পারে, তার কোনও দিশাই এদিন পাওয়া যায়নি। মেলামাঠের পরিচ্ছন্নতার দিকেও কোনও দৃষ্টি দেওয়া হয়নি। বলা যেতে পারে, চরম হতাশার মধ্যে দিয়েই শুরু হয়েছে এই মেলা।

আরও পড়ুন -  নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা, অভিযুক্ত ট্রাম্প