British Actress Sylvia Sims: অভিনেত্রী সিলভিয়া সিমস প্রয়াত, ছয় দশক ধরে তিনি জড়িত ছিলেন অভিনয়ে

Published By: Khabar India Online | Published On:

প্রয়াত হয়েছেন, ব্রিটিশ অভিনেত্রী সিলভিয়া সিমস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ছয় দশক ধরে জড়িত ছিলেন অভিনয়ে। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার সন্তানরা।

বলা হয়, ‘আমাদের মা সিলভিয়া আজ (২৭ জানুয়ারি) সকালে মারা গেছেন। তিনি অভূতপূর্ব জীবনযাপন করেছেন, শেষ পর্যন্ত আমাদের সুখ ও আনন্দ দিয়েছেন। গতকাল আমরা আমাদের সমস্ত অ্যাডভেঞ্চারের কথা একসঙ্গে স্মরণ করছিলাম। তাকে খুব মিস করবো আমরা।’

আরও পড়ুন -  ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্মেলন

সিমস ১৯৩৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে লন্ডন থেকে সরিয়ে নেওয়া কয়েক হাজার শিশুর মধ্যে তিনিও একজন। মাত্র পাঁচ বছর বয়সে লন্ডন ছাড়তে হয় তাকে। প্রথমে কেন্টে, তারপর ১৯৪০ সালে মনমাউথশায়ারে চলে যান অভিনেত্রী। সেখানে থিয়েটার থেকে নিজের অভিনয়জীবন শুরু করেন সিলভিয়া।

আরও পড়ুন -  Mithilesh Chaturvedi: ‘কোই মিল গয়া’ খ্যাত অভিনেতা প্রয়াত

১৯৫০-এর দশকে ‘আইস কোল্ড ইন অ্যালেক্স’ দিয়ে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। ‘উইমেন ইন এ ড্রেসিং গাউন’ এবং ‘নো ট্রিস ইন দ্য স্ট্রিট’-এ অভিনয় করে বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন অভিনেত্রী।

 তিনি ‘পিক প্র্যাকটিস’ ও ‘ইস্টএন্ডার্স’-এর মতো টিভি শো’তে অভিনয় করেন। ১৯৯১ সালে আইটিভির ‘থ্যাচার: দ্য ফাইনাল ডেজ’-এ প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সিলভিয়া। ২০০৬ সালে তিনি ডেম হেলেন মিরনের বিপরীতে ‘দ্য কুইন’ চলচ্চিত্রে রানির মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

আরও পড়ুন -  ‘দেশের মাটি’-র রাজা ও মাম্পির ফুলশয্যা ‘অশ্লীল’ ! এই নিয়ে কি বললেন ‘রাজা’ ওরফে রাহুল

১৯৫৬ সালে অ্যালান এডনিকে বিয়ে করেন সিলভিয়া। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান