বড় ধরনের সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ, সরস্বতী পুজোর দিনেই

Published By: Khabar India Online | Published On:

খায়রুল আনাম, বোলপুরঃ   সরস্বতী পুজোর দিনেই মাদক পাচারচক্রকে নিজেদের কব্জায় নিয়ে বড় ধরনের সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ জানতে পারে যে, একটি আন্তঃরাজ্য মাদক পাচারচক্র মালদহ, মুর্শিদাবাদ হয়ে বীরভূমের উপর দিয়ে গাড়ি ভর্তি করে মাদক পাচার করছে। মনিপুরের ডিমাপুর থেকে এই মাদক বীরভূমের উপর দিয়ে দুর্গাপুর হয়ে বিহার, ঝাড়খণ্ডে পাচার করা হবে।

আরও পড়ুন -  প্রতীকি আন্দোলনে শামিল হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা

সিউড়ীতে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এরপরই কয়েকটি থানার পুলিশ বাহিনীকে নিয়ে একটি দল তৈরী করে ময়ূরেশ্বরের চার মাথা মোড়ে একটি চার চাকা গাড়ি আটক করে তা থেকে ৬১৫ কেজি গাঁজা আটক করা হয়েছে। প্রতি কেজি গাঁজা ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে। ওই গাড়ি থেকে পাঞ্জাবের চন্দন সিং, দীপ সিং, গুরবিন্দর সিং ও তাজিমুল ইসলাম নামে জেলার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ব্যক্তিই স্থানীয়ভাবে মাদক ভর্তি গাড়ি চলাচলে সাহায্য করে থাকে।

আরও পড়ুন -  তিনবার জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রি চলে গেলেন, শোকগ্রস্ত বলিউড