অভূত সাড়া রক্তদানে

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ  অভূত সাড়া রক্তদানে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্ম দিবসে অন্যান্য বছরের মতো এবারও কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন পরিচালিত রক্তদান উৎসব হলো সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই রক্তদান উৎসবে সামিল হলেন কয়েক হাজার মানুষ। প্রায় দেড় হাজার রক্তদাতা রক্ত দিলেন। আবার হাজারের মত মানুষ রক্ত দিতে পারলেন না সরঞ্জামের অভাবে। সংস্থার সচিব স্বপন ব্যানার্জি জানান, আগামী বছর আমরা ২৫ বছরে পড়বো। তাই সেই রক্তদান উৎসব নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত করার ইচ্ছা আছে।

আরও পড়ুন -  Google Pay ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম, কিছু লেনদেনে চার্জ প্রযোজ্য!

এদিন উৎসবের সূচনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,মেয়র ফিরহাদ হাকিম ও সংসদ সুব্রত বকসী সহ অন্যরা। রক্তাদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব গুরুবক্স সিং,পৌলমী ঘটক, আলি কামার, রহিম নবী,মেহেতাব ,অনির্বাণ দত্ত ও নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা সহ আরো অনেকে। রক্তদান উৎসবে অভুতপূর্ব সাড়া দেখে সবাই অবাক হয়ে যান।

আরও পড়ুন -  Kolkata Metro: শনিবার থেকে এক মাস পর্যন্ত মেট্রো পরিষেবায় একটি বড় পরিবর্তন, নতুন মেট্রো সময় সারণী দেখুন

সৌজন্যে।