Tibet: মৃতের সংখ্যা বেড়ে ২৮, তিব্বতে তুষারধসে

Published By: Khabar India Online | Published On:

মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাড়িয়েছে তিব্বতে তুষারপাতে টানেলধসের ঘটনায়। এই ঘটনায় ৫৩ জনের জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আটজন এখনও নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে।

আরও পড়ুন -  এনটিপিসি-র মাউদা উৎপাদন কেন্দ্রের ছাই রেল রেকে করে সিমেন্ট উৎপাদন কারখানাগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিব্বতের দক্ষিণ-পশ্চিমে নাইংচি শহরের সঙ্গে মেদোগ কাউন্টির সঙ্গে সংযোগকারী একটি রাস্তা এবং হাইওয়ে টানেলে ভয়াবহ তুষারপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় প্রবল তুষারপাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত।

আরও পড়ুন -  Bus Fire: নিহত ১১, একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রে

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক অধিবাসী গ্লোবাল টাইমসকে বলেন, দুর্ঘটনার শিকার অধিকাংশই তিব্বতীয়, যারা আগামী রবিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া চান্দ্র নববর্ষের জন্য নিজেদের শহরে ফিরছিলেন।

আরও পড়ুন -  Kabul: আত্মঘাতী বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫, কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানেঃ জাতিসংঘ

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যানবাহনগুলো তুষার ও বরফের নিচে চাপা পড়ে।

ছবিঃ সংগৃহীত