উষ্ণ রোম্যান্স, তুমুল বৃষ্টিতে, কাজল রাঘবানি-খেসারি লাল যাদবের সঙ্গে, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে।

সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব ও রবি কিসান এর মতো তারকারা।

আরও পড়ুন -  Adhaar-PAN Link: আধার-প্যান লিঙ্ক পোস্ট অফিসেই হবে, কবে থেকে হতে চলেছে এই পরিষেবা?

পাশাপাশি মস্তরাম অভিনেত্রী রানি চ্যাটার্জি, অভিনেত্রী আম্রপালি দুবে। তাদের সাথেই আরো একজনের নাম করতে হয় যিনি হলেন কাজল রাঘবানি। ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সম্প্রতি। যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা, তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন -  YouTube: ইউটিউব ভাষাগত ব্যবধান কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে

অভিনেত্রী কাজল রাগবানির একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওতে তিনি ভোজপুরি জগতের অন্যতম অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করছেন। এই গানের নাম “সাজ কে সাওয়ার কে”। এই ভিডিওতে দুজনকে কাপল রোম্যান্স করতে দেখা গেছে।

আরও পড়ুন -  Post Office Scheme: পোস্ট অফিসের স্কিমে দ্বিগুণ রিটার্ন, আজই বিনিয়োগ করুন!

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। দুজনের এই ওয়াইল্ড রোম্যান্স সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওতে কমেন্ট ও লাইকের বন্যা বইয়ে দিয়েছেন।