Nora Fatehi: সোনালী চুলে নোরা, যেন কোন এক বিদেশীনি, নেটদুনিয়া দেখা পেল

Published By: Khabar India Online | Published On:

নোরা ফাতেহি। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি।

 ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্ট। যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের পোশাকের সূত্র নিয়ে।

আরও পড়ুন -  হৃদয় থেকে জন্মেছে রেনে, সুস্মিতা সেন

প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও চোখে পড়ার মতো।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভক্ত হিসেবে তারা একাধিক ফ্যান পেজ খুলে রেখেছেন, সেখান থেকে অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়ে থাকে প্রায়ই। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরেই। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি। রীতিমত নজর কাড়ে সকলের।

আরও পড়ুন -  Rituparna Sengupta: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার মুখ খুললেন

সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রী একেবারে বোল্ড সাজে উপস্থিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সোনালী চুলে একেবারে যেন কোন এক বিদেশী কন্যা ধরা দিয়েছেন ক্যামেরার কাছে। স্কিন টাইট, স্কিন রঙের ঝকমকে পোশাকে ছিলেন অভিনেত্রী। পোশাকে তার শরীরের প্রতিটি ভাঁজ ছিল স্পষ্ট। পায়ে লং হাই হিলও ছিল। নুড মেকাপে এদিন ক্যামেরার সামনে দেখা মিলেছে নোরার।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

হাবে-ভাবে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়িয়েছে গোটা নেটদুনিয়ার। হৃদস্পন্দন বাড়িয়েছে ভক্তদেরও, অবশ্য তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই।

আরও পড়ুন -  VIDEO: এষা গুপ্তা সমস্ত সীমা ভেঙে দিলেন এই গরমে, ভিডিও দেখলে আরও ঘাম ঝরবে