Cricketer’s Wife: তোলপাড় করলেন নেট মাধ্যম, লাবণ্যময়ী ভারতীয় এই ক্রিকেটারের স্ত্রী, বিকিনিতে ফটোশুট

Published By: Khabar India Online | Published On:

 প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জহির খান ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ সুনাম করেছিলেন  সাগরিকা।

২০১৭ সালের নভেম্বরে, জহির খান বলিউডের সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন।

কিন্তু সাগরিকার আগে জহির খান অন্য এক বলিউড অভিনেত্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বলিউড অভিনেত্রী ইশা শরভানির সঙ্গে আট বছর সম্পর্কে থাকার পর, ২০১১ বিশ্বকাপের সময় তাদের বিয়ের খবর আসে। কয়েক বছরের মধ্যে তাদের সম্পর্কের ইতি হয়।

আরও পড়ুন -  বেড়ে গেল দুধের দাম, মধ্যবিত্তের কপালে ভাঁজ!

ইশা শরভানির পর জহির খানের জীবনে আসেন সাগরিকা ঘাটগে। যুবরাজ সিংয়ের বিয়েতে জহির খান ও সাগরিকা উপস্থিত ছিলেন এবং তখন থেকে তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। অনেক আইপিএল ম্যাচেও সাগরিকাকে জহিরকে উৎসাহ দিতে দেখা গেছে।

আরও পড়ুন -  Weather Report: দুদিনের মধ্যেই খেলা ঘুরবে আবহাওয়ার

জানিয়ে রাখি, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে প্রীতি সবরওয়ালের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান সাগরিকা। মহারাষ্ট্রের কোলহাপুরে জন্ম নেওয়া সাগরিকা ২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে হকি খেলতে দেখা যায়। ২০০৯ সালে ‘ফক্স’ ছবিতে উর্বশী মাথুর চরিত্রে অভিনয় করেন। সাগরিকা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি (সিজন 6)’-এ ছোট পর্দায়ও অভিনয় করেছিলেন।

আরও পড়ুন -  Indian cricketer: ইরফান পাঠানের চঞ্চল্যকর মন্তব্য, ভারতের সেরা ব্যাটসম্যান এই ক্রিকেটার, রোহিত নন

সূত্রের খবর, ২০১৭ সালে জহির খান যখন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন, সেই সময় তিনি সাগরিকার সঙ্গে দীর্ঘদিন ধরে ডেট করছিলেন। সম্প্রতি সাগরিকার ফটোশুটের ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে উষ্ণতা বেড়েছে তরুণ প্রজন্মের। ছবিটিতে দেখা গেছে, বিকিনি পরিহিত অবস্থায় ফটোশুটের জন্য প্রস্তুত হচ্ছেন সাগরিকা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই লাখো লাইক এর বন্যা।