IND Vs NZ: ভয়ে কাঁপছে বিপক্ষ দল, প্রত্যাবর্তন করতে চলেছে টিম ইন্ডিয়ায়, নিউজিল্যান্ডের বিপক্ষে

Published By: Khabar India Online | Published On:

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

আগামী ১৮ জানুয়ারি সিরিজের প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল। ইতিমধ্যে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। আগামী ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কে এল রাহুল।

আরও পড়ুন -  Arjun Tendulkar: অর্জুনের সেঞ্চুরি দেখে আবেগাপ্লুত সারা টেন্ডুলকার, অভিষেক ম্যাচ, লিখলেন ইনস্টাগ্রামে

 সম্প্রতি এমন একটি তথ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, খবরটি শোনার পর থেকে ভয়ে কাঁপছে নিউজিল্যান্ড শিবির। সূত্রের খবর, দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

শোনা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে এশিয়া কাপের মধ্যভাগে গভীর চোট পান রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয় তাকে। গুরুতর চোট পাওয়ার কারণে খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। উল্লেখ্য, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন -  যুবক এর মৃতদেহ পাতকুয়োর মধ্যে, দমকলকর্মীরা উদ্ধার করে

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে রবীন্দ্র জাদেজা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন। খুব শীঘ্রই তিনি ফিটনেস টেস্ট দেবেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় একাদশে তাকে দেখা যেতে পারে।

আরও পড়ুন -  Yuzvendra Chahal: অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল ধনশ্রীর পূর্বে, সত্যতা ঘটনা প্রকাশ্যে এলো

 নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সমূহ

১৮ জানুয়ারি ১ম ওয়ানডে (হায়দ্রাবাদ)।

২১ জানুয়ারি ২য় ওডিআই (রায়পুর)।

২৪ জানুয়ারি ৩য় ওডিআই (ইন্দোর)।

২৭ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি (রাঁচি)।

২৯ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি (লখনউ)।

১ ফেব্রুয়ারি ৩রা টি-টোয়েন্টি (আহমেদাবাদ)।