স্বপ্নের আকাশে সম্রাট পেলে

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   স্বপ্নের আকাশে সম্রাট পেলে।

লড়াই থেমে গেলো ফুটবল সম্রাট পেলের। বিশ্বের সেরা শিল্পী ফুটবলার পেলের পায়ের ছন্দ স্তব্ধ হয়ে গেল জীবনাবসানে। হয়তো অপেক্ষা করছিলেন কাতার বিশ্বকাপ ফুটবলের ছবিটা দেখতে । বিস্ময় প্রতিভা পেলে বলতেই ঈশ্বর।তাঁর পায়ের জাদুতে মাঠের চেহারা বদলে যেতো। তাইতো তিনি শুধু ব্রাজিলের গর্ব নয়,সারা দুনিয়ায় গৌরব। ভাবতেই অবাক লাগে পেলে আর বলবেন না,ফুটবলের ঐ সব রূপকথার কাহিনী।

আরও পড়ুন -  ফের পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

জাতীয় ফুটবলে পেলের নামের পাশে সাফল্যের ইতিহাস লেখা আছে। বিশ্বকাপ ফুটবলে দেশকে তিনবার খেতাব এনে দিয়েছেন। সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব। গোলের বন্যায় ভেসেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৭ টি গোল রয়েছে। তাঁর চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না। শোকস্তব্ধ সারা দুনিয়া। স্বপ্নের আকাশে পেলে অম্লান।

আরও পড়ুন -  Weather Report: এবার স্বস্তি আনবে বৃষ্টি, ঝড়ের পূর্বাভাস রয়েছে

সৌজন্যে।