অভিনেত্রী Srabanti Chatterjee, ছবি শেয়ার করলেন সমুদ্রের কাজ থেকে, কি ভাবছেন?

Published By: Khabar India Online | Published On:

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত। নেটদুনিয়ায় কিংবা মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন।

নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি অভিনেত্রী। বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।

আরও পড়ুন -  Explosion: বেলুড়ে ছাঁট লোহার গোডাউনে আচমকা বিস্ফোরণ, জখম চার শ্রমিক

আপাতত সমুদ্রের ধারে সময় কাটাতে দেখা গিয়েছে শ্রাবন্তী চ্যাটার্জীকে। সাথে গিয়েছিলেন তার দুই বন্ধুও, সংহিতা দত্ত ও সঞ্চারী চক্রবর্তী। সংহিতা দত্ত অভিনেত্রীর বন্ধু হওয়ার পাশাপাশি একজন ট্রাভেল ভ্লগারও।

 বন্ধু সঞ্চারী চক্রবর্তী যুক্ত রয়েছেন এই বিনোদন জগৎ’এর সাথে। অভিনেত্রীর সাথেও দীর্ঘদিনের বন্ধুত্ব তার।  তাদের সাথেই সবুজে ঘেরা পাহাড় ও সমুদ্রের মাঝে সময় কাটাচ্ছেন টলিউডের এই অভিনেত্রী। শেয়ার করে নিয়েছেন সেই ছবিও।

আরও পড়ুন -  শিক্ষাব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন! প্রাইমারি পড়ুয়াদের উপর কি প্রভাব পড়বে?

সম্প্রতি আবারো অভিনেত্রী সমুদ্রের ধরে দাঁড়িয়ে নিজের বেশকিছু ছবি শেয়ার করে নিয়েছেন। নীল ডেনিমের হট প্যান্ট ও সাদা স্টাইলিশ শার্টে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এই পোশাকে তার ভিতরের কালো গেঞ্জিটিও ছিল দৃশ্যমান। পায়ে একটি সাধারণ ঘরোয়া চটি ছিল তার। পাশাপাশি চুলে হস্টেল বেঁধে মাথায় হলুদ টুপি পরেছিলেন অভিনেত্রী। চোখে ছিল রোদ চশমাও। হতে ফোন নিয়ে সমুদ্রের ধরেই নিজের একাধিক ছবি তুলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  New Zealand: তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি নিউজিল্যান্ডে, মৃত্যু ৫

সেই ছবিই এখন ভাইরাল নেটজনতার একাংশের পাশাপাশি তার অগণিত ভক্তদের মাঝে।

সেই ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সেই। এই মুহূর্তে তিনি কোথায় ঘুরতে গেছেন! তা জানা যায়নি।