Christmas Eve: বড়দিনের প্রাক্কালে প্ল্যাকার্ড – হাতে সচেতনতার বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   বড়দিনের প্রাক্কালে প্ল্যাকার্ড – হাতে সচেতনতার বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার।

আগামীকাল ২৫শে ডিসেম্বর বড়দিন, বড়দিনের আগে গোটা শিলিগুড়ি শহর আনন্দে মেতে উঠেছে। আগামীকাল একদিকে বড়দিন অপরদিকে রবিবার সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে বড় দিন যে জমজমাট হতে যাচ্ছে বলা যেতেই পারে। শহরের বিভিন্ন রাজপথ গুলিকে আলো দিয়ে সাজানো হয়েছে। এদিন শহরের আমজনতাকে সচেতন করতে প্লে কার্ড হাতে স্যান্টাক্লজ কে নিয়ে পথে নামে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থা। মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। উল্লেখ্য মানুষের জীবন বাঁচানো, রক্ত দিয়ে জীবন বাঁচানো, সেভ উইমেন সেভ নেশন, সহ আরো একাধিক বিষয় সম্পর্কে সচেতন করা হয়। বড়দিন উপলক্ষে পথ চলতি খুদেদের হাতে চকলেট তুলে দেওয়া হয়। বড়দের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।

আরও পড়ুন -  নিঃশব্দে নৌ-জাহাজ বিধ্বংসকারী ভারতীয় নৌবাহিনীর আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা