Sara Ali Khan: হ্যাট্রিক! সারা আলী খান

Published By: Khabar India Online | Published On:

ভ্রমণ আর পোশাক নিয়েই বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী সারা আলী খান। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত নাম করতে পারেননি। নিজেকে প্রমাণের চেষ্টায় কমতি রাখছেন না।   চলতি বছর ৩টি সিনেমার কাজ শেষ করলেন সারা। আরও একাধিক সিনেমার কাজ হাতে রয়েছে।

আরও পড়ুন -  পরপুরুষের সাথে বৌমার অশ্লীল কাজ, এই সিরিজটি দেখলে বাচ্চাদের থেকে দূরে থাকবেন-Updated Web Series

২০২২ সালটা তার জন্য বেশ কর্মমুখরই ছিল। চলতি বছরের শেষ সিনেমা হিসেবে সম্প্রতি ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান-এর শুটিং শেষ করেছেন তিনি। নিজের সকল কাজের আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের তৃতীয় সিনেমার খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা।

আরও পড়ুন -  Sara Ali Khan: খুবই খারাপ ছিল আমার জন্য ২০২০ সাল

র‍্যাপ-আপ কেকের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে শুটিং প্যাকআপ। অ্যায় ওয়াতান মেরে ওয়াতান!’

সিনেমাটি প্রসঙ্গে সারা গণমাধ্যমে বলেন, ‘প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দেওয়া চেষ্টা অব্যাহত রয়েছে। দর্শকরা ভালোবাসায় মুগ্ধ করছেন। আমার বিশ্বাস নতুন সিনেমাটিও প্রশংসা কুড়াবে। সিনেমাটিতে দারুণ কিছু চমক রয়েছে। পাশাপাশি আসছে বছরেও একাধিক আলোচিত সিনেমার অংশ হতে যাচ্ছি। চলতি বছরের চেয়ে আসছে বছর স্মরণীয় হবে আমার জন্য।’

আরও পড়ুন -  কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে ২০১৯এর সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউ শুরুর বিশেষ উদ্যোগ নিয়েছে ইউপিএসসি

উল্লেখ্য, শিগগিরই সারা করণ জোহরের পরবর্তী সিনেমার কাজ শুরু করবেন। সিনেমাটিতে তাকে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার ভূমিকায় দেখা যাওয়া কথা রয়েছে।