Chittagong Test: টাইগারদের জয়ের জন্য প্রয়োজন, আরও ৪৭১ রান

Published By: Khabar India Online | Published On:

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষে রেকর্ড রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে টিম বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ৪৭১ রান, হাতে রয়েছে ১০ উইকেট।

চতুর্থ দিন ব্যাট করতে নামবেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ২৫ রানে শান্ত এবং ১৭ রানে জাকির অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছেন।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসের ২৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। সব মিলিয়ে ভারতের লিড দাঁড়ায় ৫১২ রান। ফলে বাংলাদেশ পায় ৫১৩ রানের পাহাড়সম এক লক্ষ্য।

আরও পড়ুন -  Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় সোনার দাম কমের দিকে, স্বস্তির খবর ক্রেতাদের জন্য, কলকাতায় কি খবর?

তৃতীয় দিন সকালে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে নিজেদের লক্ষ্যে সফল হয় ভারত।  ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দাপুটে ভঙ্গিতে। ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও রানের পাহাড় গড়ে। ৬১.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ কর ২৫৮ রান।

আরও পড়ুন -  India-Bangladesh: ভারতকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়, বিজয়ের মাসে

 সেঞ্চুরি করে ফিরেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান। অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ৫২ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন‌্য সেঞ্চুরি মিস করেছিলেন, এবার ভুল করলেন না। ক‌্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে পুজারা ভারতের রানকে নিয়ে গেছেন পাহাড় চূড়ায়।

বিরাট কোহলি ২৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। পূজারার সেঞ্চুরির পরপরই অধিনায়ক লোকেশ রাহুল ইনিংসের ঘোষণা করেন।

আরও পড়ুন -  এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ছে! জেনে নিন নতুন নিয়ম

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনই ফলোঅন শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছিলো। শুক্রবার সকালে ৫০ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পারে মিরাজ-এবাদত-খালেদরা। মিরাজের বিদায়ের পরই বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটে। ভারতের ৪০৪ রানের জবাবে দল অলআউট হয়েছে মাত্র ১৫০ রানে। ২৫৪ রানে এগিয়ে থেকে পুনরায় ব্যাট করতে নামে।

পিঠের সমস্যায় মাঠে নেই এবাদত হোসেন। সাকিবতো প্রথম ইনিংসে করতে পেরেছেন মাত্র ১২ ওভার।

ছবিঃ সংগৃহীত