দুরন্ত জয় তুলে নিল বাংলা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   দুরন্ত জয় তুলে নিল বাংলা।

রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে। শুক্রবার ইডেন উদ্যানে বাংলা ছয় উইকেটে উত্তরপ্রদেশ কে পরাস্ত করে মনোজ ব্রিগেড। উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে ১৯০ ও দ্বিতীয় ইনিংসে ২২৭ রান করে।

আরও পড়ুন -  বিজেপির জয়জয়কারে বারাসাতে বিজয় উল্লাসে মাতলো, বারাসাত নেতা কর্মী-সমর্থকেরা

তার জবাবে বাংলা প্রথম ইনিংসে ১৫৬ রান করে অার দ্বিতীয় ইনিংসে বাংলা খুব সহজে ৪ উইকেটে ২৫৯ রান করে জয়ের হাসি হাসে। মধ্যাহ্ন ভোজের আগেই বাংলা জয় ছিনিয়ে নেয়। অনুষ্টুপ মজুমদার ৮৩ রানে আউট হন। মনোজ তেওয়ারি ৬০ রানে অপরাজিত থাকেন। বাংলাকে নেতৃত্ব দেন মনোজ। বাংলা পরের ম্যাচে খেলবে ইডেন উদ্যানে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ২০ ডিসেম্বর।

আরও পড়ুন -  Jamal Bhuiyan: এতদিন পর সময় হলো জামাল ভূঁইয়া'র, তাতিয়ানাকে ঘরে আনতে

সৌজন্যে।