ভারত ও চীনের সংঘর্ষ, অরুণাচলে

Published By: Khabar India Online | Published On:

অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলও) ও ভারতীয় সেনাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতের ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন।

আরও পড়ুন -  নিহত ১০, নিখোঁজ ৬, চীনে কয়লা খনিতে দুর্ঘটনায়

 আহত কতজন সেটিও প্রকাশ করা হয়নি। ‘খুব কম’ সংখ্যক আহতের কথা বলা হলেও চীনের তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার গভীর রাতে অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে। আগে ২০২০ সালে লাদাখের গালওয়ান প্রদেশেও দুপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন -  Parimoni: বিস্ফোরক মন্তব্য করলেন পরীমনি, এবার ছেলের নাম পরিবর্তন নিয়ে

 এবারও গালওয়ানের মতোই দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। সেই সময় সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েক জন আহত হন। হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান আহত হন বলে ওই খবরে দাবি করা হয়।

আরও পড়ুন -  Post Office: ডাকবিভাগ সেজে উঠছে, বাড়িতে বসেই ব্যাপক সুবিধা