লুসাইল স্টেডিয়ামে রাত ১২টা ৩০মিনিটে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
নেদারল্যান্ডসের পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন লিওনেল মেসি। বিশ্বের অন্য়তম সেরা ফুটবলারকে নিয়ে যে কোনও প্রতিপক্ষরই বাড়তি মাথা ব্যথা থাকে। ডাচ কোচ ভ্যান গালের মাথায় মেসিকে রুখে দেয়ার পরিকল্পনা রয়েছে।
ডিফেন্ডাররা মেসিকে নিয়ে একটা চাপ থাকে। নেদারল্যান্ডসের ডিফেন্ডার ন্যাথান আকে আবার মেসিকে আটকানোর পরিকল্পনা করেছেন। মেসিকে রুখে দেওয়ার জন্য আলাদাভাবে কাজ করছেন। ন্যাথান আকে বলছেন, মেসি সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার। আটকানো অত্যন্ত মুশকিল হবে। ওকে নিয়ে আমাদের এখনও কথা হয়নি কোনও। সত্যি বলতে আমরা মেসিকে নিয়ে ভাবিইনি। শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলে একাধিক গ্রেট প্লেয়াররা রয়েছে। তবে আমি বলব আমার ম্যানচেস্টার সিটির সতীর্থ জুলিয়ান আলভারেজের কথা। খুব টেকনিক্যাল ফুটবলার। ট্রেনিংয়েও ওকে মার্ক করা অত্যন্ত কঠিন। যেমন ক্ষীপ্র, তেমনই ওর ফিনিশিংয়ের দক্ষতা। খুবই কঠিন হবে। মাঠে যেমন ভালো প্লেয়ার, তেমনই মাঠের বাইরেও দারুণ মানুষ। শান্ত প্রকৃতির ছেলে। ও ইংরেজি শিখছে, অন্য পরিবেশ থেকে এসেছে। নতুন ওর কাছে ব্যাপারটা। তবে বলব ভালো মানিয়ে নিয়েছে।
ডাচ সংবাদমাধ্যমের দাবি, মেসিকে আটকানোর দায়িত্ব পেতে পারেন ভার্জিল ভ্যান ডিক। ভ্যান গাল জানালেন, মেসিকে খেলতে দিলে বিপদ। ও গোলের গন্ধ পায়। মেসি বল পায়ে না পেলে নিজে থেকে বেশি খেলার চেষ্টা করে না। তাই সাপ্লাই লাইনটা আগে বন্ধ করা দরকার। শুধু মেসি না ভেবে, নিজেদের খেলায় ফোকাস করা জরুরি। নেদারল্যান্ডের মাঝমাঠ ও আক্রমণভাগ কোনও অংশ খারাপ নয়। ডাচদের মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে।
ডাচ কোচ বলছেন, মেসি যেমন মাঠের মধ্যে একাধিক সুযোগ তৈরি করতে পারেন, তেমনই সেই সুযোগকে কাজে লাগাতেও জানেন। তার বক্তব্যে স্পষ্ট যে, ডাচ শিবিরে মেসিকে নিয়ে যথেষ্ট চাপ আছে। কারণ, নামটাই লিওনেল মেসি। তার পায়ের জাদুতে কখন কী হয়ে যায় ভগবানেরও তা অজানা। তাই সবটা ভেবেই ডাচ শিবির প্রস্তুতি সেরেছে।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ মাঠে গড়ার আগে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডি মারিয়া। ভ্যান গাল তার দেখা সবচেয়ে বাজে কোচ। চ্যালেঞ্জটা নিয়েছেন ডাচ কোচ। পাশে বসা ডিপায়কে দেখিয়ে বলেন, হয়ত আমি খারাপ। তবে এই ডিপায়ের সঙ্গেও আমার খুব খারাপ সময় গেছে। এখন আমরা নিজেদের মধ্যে মুখ ঘষাঘষি করি। খেলার মাঠে পারফরমেন্সই সাফ কথা। কোচ ভ্যান গালের হয়ে জবাব দেওয়ার দায়িত্ব এখন ডিপায়দের।
ছবিঃ ইন্টারনেট।