বুধবার দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে স্পেনের বার্সেলোনার একটি স্টেশনে। ১৫০ জনেরও বেশি যাত্রী আহত হয়ছে বলে নিশ্চিত করেছে, জরুরি পরিষেবা, স্পেনের রেনফে রেল অপারেটর।
রেল অপারেটরের একজন মুখপাত্র বলেছেন, বার্সেলোনার মন্টকাডা আই রেইক্সাক-ম্যানরেসা স্টেশনে সকাল ৭টা ৫০ মিনিটে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। বার্সেলোনাগামী লাইনে একটি ট্রেন আরেকটির পেছনে ধাক্কা মারে।
জরুরী পরিষেবাগুলোর একজন মুখপাত্র বলেছেন, সংঘর্ষে আহতদের বেশিরভাগই সামন্য আঘাত পেয়েছিলেন, পাঁচজনের অবস্থা গুরুতর। ১৮টি মেডিকেল ইউনিট মোতায়েন করা হয়েছে।
মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর উভয় দিকের রেল চলাচল স্থগিত করা হয়েছে। রেনফে ও স্থানীয় কতৃপক্ষ কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে।
এক মুখপাত্র এএফপিকে বলেন, ১৫৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মধ্যে ১৫০ জন হালকা আহত, পাঁচজন মাঝারিভাবে আহত হয়েছেন।
সূত্রঃ এএফপি। ছবিঃ সংগৃহীত।