Paulo Bento: কোচের পদ ছাড়লেন বেনটো, ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়ে

Published By: Khabar India Online | Published On:

কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় দক্ষিণ কোরিয়ার। ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচের পরপরই কোচ পাওলো বেনটো পদত্যাগের ঘোষনা করেছেন।

৫৩ বছর বয়সী পর্তুগীজ কোচ বলেন, এখন আমাকে ভবিষ্যত নিয়ে ভাবতে হবে। এটা নিশ্চিত দক্ষিণ কোরিয়া দলের সাথে আমি আর থাকছি না। এখন আমার কিছুদিনের বিশ্রাম প্রয়োজন, এরপর ভেবে দেখবো কি করা যায়। আমি আমার সিদ্ধান্তের কথা খেলোয়াড় ও ফেডারেশনের সভাপতিকে জানিয়ে দিয়েছি। সেপ্টেম্বরেই আমি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলাম। আমি অনড় ছিলাম, আজ সেটা প্রকাশ করলাম। এই যাত্রায় আমাকে যারা সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানাতে চাই। একটি দলের কোচ হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত।

আরও পড়ুন -  Opening Ceremony World Cup: উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে, কাতার বিশ্বকাপে

২০১৮ বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার কোচের দায়িত্ব পেয়েছিলেন বেনটো। শিন টায়ে-ইয়ংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। কাতারে তার অধীনে দক্ষিণ কোরিয়া দারুন পারফর্ম করে ২০১০ সালের পর প্রথমবারের মত নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা পর্তুগালকে পরাজিত করে।

আরও পড়ুন -  Qatar World Cup: চূড়ান্ত দল ঘোষণা করলো ক্রোয়েশিয়া, বিশ্বকাপে ২৬ সদস্যের

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব পালন করা বেনটো বলেন, কাতার বিশ্বকাপে আমরা যা করেছি তা নিয়ে সকলেই গর্বিত হবে বলেই আমার বিশ্বাস। গত চার বছর ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি তার ফল পেয়েছি।

বাছাইর্বে সন হেয়াং-মিনের নেতৃত্বে কোরিয়ান দল ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে কাতারের টিকিট পেয়েছিল। ব্রাজিলের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আরো একবার নক আউট পর্বে কোন ম্যাচ না জিতেই দক্ষিণ কোরিয়ান বিদায় ঘটলো।

আরও পড়ুন -  আমার প্রতিপক্ষ কেউ নেইঃ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

বেনটো বলেন, আমি মনে করি গ্রুপ পর্বে আমরা দারুন খেলেছি। ঘানাকে পরাজিত করতে পারলে আরো পয়েন্ট অর্জন করা সম্ভব হতো। তারপরও আমি গর্বিত। এখন পর্যন্ত আমি যত দল নিয়ে কাজ করেছি,এই দলটি তার মধ্যে অন্যতম।

ছবিঃ ইন্টারনেট।