জাঁকিয়ে শীত পড়বে শীঘ্রই, তাপমাত্রার পতন কবে থেকে? হাওয়া অফিস কি জানাচ্ছে?

Published By: Khabar India Online | Published On:

কলকাতা ও দক্ষিণবঙ্গের এলাকায় আগামী দু-তিন দিন ব্যাপক শীত অনুভূত হবে। আগামী সপ্তাহে ফের হাওয়া বদল হতে পারে। আবহে ইঙ্গিত মিলেও এখনো কলকাতায় কনকনে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  অরূপ চক্রবর্তী সমর্থনে সিমলাপাল মদন মোহন হাই স্কুল ফুটবল ময়দানে জনসভা করলেন পড়শী রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

 জেলায় শীতের আমেজ কলকাতা তুলনায় বেশ কিছুটা বেশি। আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কোন রকম প্রভাব পড়বে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে পারদের নিম্নমুখী যাত্রা অব্যাহত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। থমকে থাকা উত্তর-পশ্চিমের ধেয়ে আসা বাতাসে ঠান্ডার দাপট বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ বাড়বে।

আরও পড়ুন -  Dia Mirza: সুস্থ হয়ে বাড়ি ফিরল আভ্যান, সন্তানের ছবি অনুরাগীদের সাথে শেয়ার করলেন দিয়া

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা ছিল একেবারে স্বাভাবিক।