Home Decoration: ঘর সজ্জা, কম খরচেও মেটানো সম্ভব

Published By: Khabar India Online | Published On:

স্বাছন্দের জায়গা হচ্ছে বাড়ি। নিজের ঘরটি সাজাতে চায় সবাই। বর্তমানে ঘর সাজানো এক ব্যয়বহুল শখের বিষয়। খুব কম খরচেও মেটানো সম্ভব।

ঘর রঙ করা

বাড়ি সাজাতে গেলে প্রথমেই যা মাথায় আসে, বাড়ির দেয়াল। দেয়াল যদি পরিষ্কার না থাকে তাহলে বাকি সব সাজানোই বৃথা। প্রথমে যা করবেন তা হলো বাড়ির রুমগুলোর দেয়াল উজ্জ্বল রঙ করুন। আপনার পুরো রুমের চেহারা পাল্টে গেছে। তাতে মনও ভালো থাকবে। শোয়ার ঘর, লিভিং রুম, ডাইনিং রুম এবং বাচ্চাদের পড়ার রুম আলাদা রঙ করবেন। সম্পূর্ণ আপানার ইচ্ছা।

আরও পড়ুন -  অনিল চৌহান ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান

বাতিল জিনিস দিয়ে সাজানো

পুরোনো মাদুর, কোনো দড়ি, কিংবা কাচের বোতল অনেক অব্যবহৃত জিনিস আমরা স্টোররুমে না রেখে একটু বুদ্ধি খাটিয়ে পছন্দমত সেগুলো দিয়ে অন্যভাবে ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারেন। কাঁচের বোতলের ভেতর লাইট ডেকোরেট করতে পারেন, দড়িতে কাচের বোতল ঝুলিয়ে ফুল লাগিয়ে রাখুন দারুন লাগবে।

আরও পড়ুন -  Sudden Visit: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ পরিদর্শন

ফুল দিয়ে ঘর সাজানো

ঘর সাজাতে ফুলের বিকল্প নেই। ফুল রাখলে দেখবেন, নিজেকেও তরতাজা লাগবে। তাজা ফুল ঘরের এক কোণায় রাখলে মন যেমন ভালো হবে, ঘরও উজ্জ্বল দেখাবে।

ইনডোর প্লান্ট 

ছোট ছোট গাছ রাখতে পারেন ঘরে। কিছুটা হলেও প্রকৃতির ছোঁয়া থাকবে। অবশ্যই টবের যত্ন নিতে হবে। জল জমে না থাকে।

আরও পড়ুন -  Bhojpuri: গানটি সবচেয়ে বেশি হিট মোনালিসার, প্রায় সময়ে মানুষ বারবার শুনছে ও দেখছে

ওয়াল স্টিকার

বাড়ির বিশেষ অংশকে উজ্জ্বল এবং রঙিন করে তুলতে ব্যবহার করুন ওয়াল স্টিকার। স্টিকার আপনার ঘরে ঢোকার পথে এক আকর্ষণীয় হয়ে উঠবে। নানা রকম স্টিকার পাওয়া যায় অনলাইনেই। স্টিকারে দেওয়ালের কোনও ক্ষতি হয় না।

প্রতীকী ছবি।