Ronaldo: পর্তুগিজ উইঙ্গার রোনালদো, ইতিহাস গড়লেন

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপ খেলতে আসার আগে একের পর এক বিতর্কে নাম উঠেছে। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবহীন অবস্থায় জাতীয় দলের নেতৃত্ব দেয়ার মতো অদ্ভুত রেকর্ডেও নাম লিখিয়েছেন। আসল লড়াইয়ে মাঠে নেমে সব বিতর্ক পেছনে ফেলে নতুন এক ইতিহাস গড়লেন পর্তুগিজ উইঙ্গার।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তির মালিক হলেন রোনালদো। আগে ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের গোল করেছিলেন। ২০১৮ বিশ্বকাপেই করেছিলেন ৪ গোল। বিশ্বকাপে মোট ৮ গোল হলো তার। আগে পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির চারটি আসরে গোল করার রেকর্ডে পাশে ছিলেন রোনালদো। তাদের ছাড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুন -  France-Morocco: ফ্রান্স-মরক্কো লড়াই, হেড টু হেড, কী বলছে পরিসংখ্যান?

২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে আজ ঘানার মুখোমুখি হয়েছে পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকবার ঝলক দেখিয়েছেন তিনি। প্রথমার্ধে জালের খোঁজ না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই লক্ষ্যভেদ করেছেন  অধিনায়ক।

আরও পড়ুন -  Argentina: ফাইনালে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে

 ৬৫তম মিনিটে ঘানার বক্সে ঢুকে পড়লেও ফাউলের শিকার হন রোনালদো। তাকে ফেলে দেন ঘানার ডিফেন্ডার সালিসু। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বুলেটগতির শটে বল জালে জড়ান রোনালদো। টানা পাঁচ বিশ্বকাপে গোল করলেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডে দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন রোনালদো। ঘানার বিপক্ষে ম্যাচটি খেলার সময় তার বয়স ৩৭ বছর। বেশি বয়সে গোল করার কীর্তিটি ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার ৪২ বছর দখলে।

আরও পড়ুন -  Europe: ইউরোপ দাবানলে পুড়ছে, মানুষ পালাচ্ছে

 বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার রেকর্ডও গড়েছেন রোনালদো। কীর্তির এখানেই শেষ নয়। পর্তুগালের সবচেয়ে কম ও বেশি বয়সে গোল করার রেকর্ডও রোনালদোর দখলে। সব দল মিলিয়ে তৃতীয় কীর্তি। ছবিঃ সংগৃহীত।