23 C
Kolkata
Wednesday, November 29, 2023

First Red Card: প্রথম লালকার্ড পেলেন হেনেসি, কাতার বিশ্বকাপে

লালকার্ড পেলেন ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসি । ছবি: ইন্টারনেট

Must Read

লালকার্ড পেলেন ওয়েইন হেনেসি কাতারে বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে। শুক্রবার ইরানের বিপক্ষে ফাউল করে লালকার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলস-ইরান ম্যাচের ৮৪ মিনিটের ঘটনা। বক্স ছেড়ে ৩০ গজ দূরে চলে যান। ইরানের তারেমিকে রুখে দেওয়ার জন্য পা উুঁচিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করেন। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ তারেমির চোয়ালে আঘাত করে।

আরও পড়ুন -  Neymar Record: ২ গোল করলেই রেকর্ড, নেইমার নামছে তৃতীয় বিশ্বকাপে

এই ঘটনায় রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেন। তিনি ছুটে যান সাইডলাইনে ভিএআর প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য়। ভিএআর দেখেই রেফারি লালকার্ড দেখানোর সিদ্ধান্ত জানিয়ে দেন।

আরও পড়ুন -  Australia-Denmark: শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, ডেনমার্ককে হারিয়ে

সেই লালকার্ড দেখার আগ পর্যন্ত ইরান-ওয়েলসের খেলার গোলশূন্য ড্র ছিল। নির্ধারিত সময়েও কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে রোজবে চেশমির বক্সের বাইরে থেকে আগুনে শটই ইরানের ভাগ্য লিখে দিয়েছিল। রামিন রাজেয়ান ওয়েলসের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস। ছবিঃ ইন্টারনেট।

আরও পড়ুন -  Malala Yousafzai: স্থায়ীভাবে বন্ধ রাখতে পারবে না তালেবান, নারীশিক্ষাঃ মালালা ইউসুফজাইর

Latest News

গোসাবায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮, খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের

নিজস্ব সংবাদদাতা, গোসাবাঃ   গোসাবায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮, খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের। আগামী লোকসভা নির্বাচনের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img