41 C
Kolkata
Friday, April 19, 2024

First Red Card: প্রথম লালকার্ড পেলেন হেনেসি, কাতার বিশ্বকাপে

লালকার্ড পেলেন ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসি । ছবি: ইন্টারনেট

Must Read

লালকার্ড পেলেন ওয়েইন হেনেসি কাতারে বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে। শুক্রবার ইরানের বিপক্ষে ফাউল করে লালকার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলস-ইরান ম্যাচের ৮৪ মিনিটের ঘটনা। বক্স ছেড়ে ৩০ গজ দূরে চলে যান। ইরানের তারেমিকে রুখে দেওয়ার জন্য পা উুঁচিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করেন। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ তারেমির চোয়ালে আঘাত করে।

আরও পড়ুন -  FIFA Income: ফিফার কাতার বিশ্বকাপে রেকর্ড আয়, রাশিয়ার তুলনায়

এই ঘটনায় রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেন। তিনি ছুটে যান সাইডলাইনে ভিএআর প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য়। ভিএআর দেখেই রেফারি লালকার্ড দেখানোর সিদ্ধান্ত জানিয়ে দেন।

আরও পড়ুন -  Argentina Champions: ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে, শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা

সেই লালকার্ড দেখার আগ পর্যন্ত ইরান-ওয়েলসের খেলার গোলশূন্য ড্র ছিল। নির্ধারিত সময়েও কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে রোজবে চেশমির বক্সের বাইরে থেকে আগুনে শটই ইরানের ভাগ্য লিখে দিয়েছিল। রামিন রাজেয়ান ওয়েলসের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস। ছবিঃ ইন্টারনেট।

আরও পড়ুন -  Qatar World Cup: চার বন্ধু কাতার বিশ্বকাপে, ৬ মাস সাইকেল চালিয়ে

Latest News

Gold Price Today: কমে গেল সোনার দাম, কলকাতায় গয়নার দাম কি?

Gold Price Today: কমে গেল সোনার দাম, কলকাতায় গয়নার দাম কি? ভারতবর্ষে সোনার ব্যবহার:ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ভারতের ইতিহাস...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img