Algeria: আলজেরিয়ার আদালত, ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে

Published By: Khabar India Online | Published On:

বনে আগুন লাগানোর মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আলজেরিয়ার একটি আদালত। বিনা প্যারোলে ২৮ জন আসামীকে ১০ থেকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছর এই ঘটনা ঘটে ছিল।

আরও পড়ুন -  সন্তান কি হঠাৎ খুব অমনোযোগী হয়ে উঠেছে?

সরকারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী আলজিয়ার্সের দার এল-বেইদার আদালত, আলজেরিয়ার তিজি ওজু জেলায় ৩৮ বছর বয়সী জামেল বেন ইসমাইলকে পিটিয়ে হত্যা, তার দেহ বিকৃত করার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে।

আসামীদের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের আগস্টে দাবানলের সূত্রপাত করার জন্য ইসমাইলকে দোষী করেছিলো, যেখানে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছিল। প্রথমে তারা ইসমাইলকে মারধর করে, তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেয়। কেউ কেউ সেলফি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করে। মর্মান্তিক ছবিগুলো সেসময় ব্যাপকভাবে শেয়ার করা হয় এবং আলজেরিয়ায় জুড়ে ক্ষোভের জন্ম দেয়।

আরও পড়ুন -  IPL Opening-2023: আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন হয়ে গেল জাঁকজমকভাবে, সাথে রশ্মিকার ধামাকা

পরে জানা যায়, ইসমাইল যিনি একজন শিল্পী, প্রকৃতপক্ষে আগুন নেভাতে সাহায্য করার জন্য একটি স্বেচ্ছাসেবক হিসাবে এই অঞ্চলে গিয়েছিলেন।

সূত্রঃ আল জাজিরা।