Bihar: ১২ জনের মৃত্যু ট্রাকের ধাক্কায়, বিহার জেলার দেসরি এলাকায়

Published By: Khabar India Online | Published On:

কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বিহারে ট্রাকের ধাক্কায়। নারী ও শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রবিবার রাত ৯ টার দিকে ঘটনা ঘটে। ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি গাছের সামনে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন -  Mal River: নিহত ৮, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে, নিখোঁজ অনেকে

একটি দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা, আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন।

আরও পড়ুন -  ইশা আম্বানি, নতুন ব্যবসার হাল ধরবেন মুকেশ আম্বানির

টুইটারে দেয়া এক বার্তায় মোদি বলেছেন, ‘বিহারের বৈশালীর দুর্ঘটনাটি দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুক। পিএমএনআরএফ (প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল) থেকে প্রত্যেক মৃতের আত্মীয়কে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।’

 প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার খবরকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে জানিয়েছেন।

আরও পড়ুন -  নাগরিকদের সুবিধার্থে রেশন কার্ডে মহাপরিবর্তন ঘটানো হয়েছে, সিদ্ধান্ত নিল সরকার

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, ‘বিয়ের সঙ্গে যুক্ত প্রথার অংশ হিসেবে এই শোভাযাত্রাটি বের করা হয়েছিলো। পাশ্ববর্তী সুলতানপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে কয়েকদিনের মধ্যে একটি বিয়ের কথা ছিলো। পাশের মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।