Mithai: মিঠির জীবনে নতুন প্রেমিক, বদলে যাবে গল্প

Published By: Khabar India Online | Published On:

 ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও ‘সিড’ আদৃত রায় (Adrit Ray)এর ঠান্ডা লড়াইয়ের খেসারত দিতে হয়েছে ধারাবাহিককে।

তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার পাশাপাশি নিম্নগামী হয়েছে ‘মিঠাই’-এর টিআরপি। এখন ধারাবাহিকে আসতে চলেছে কয়েক বছরের লিপ। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে প্রোমো। দেখা যাচ্ছে, মৃত্যু হয়েছে মিঠাই-এর। তাদের ছেলের শিক্ষিকা হয়ে পরিবারে এন্ট্রি নেয় মিঠি যে কিনা অবিকল মিঠাই-এর মতোই দেখতে। প্রথম থেকেই চিত্রনাট্যের এই মোড় নিয়ে আপত্তি ছিল দর্শকদের। এবার শোনা যাচ্ছে, মিঠির প্রেমিক হিসাবে ধারাবাহিকে আসছেন অভিনেতা স্যাম ভট্টাচার্য (Sam Bhattacharya)।

আরও পড়ুন -  Rachana Banerjee: হলুদ টপ, মুখে অমলিন হাসি, হট লুকে অভিনেত্রী রচনা ব্যানার্জি

নেটিজেনদের একাংশ সিদ্ধার্থর বিপরীতে মিঠিকে দেখতে রাজি নন। এই চরিত্রেও অভিনয় করছেন সৌমিতৃষা। কিন্তু মিঠাই-এর প্রতি নেটিজেনদের ভালোবাসা আলাদা স্তরে।

 মিঠির প্রেমিক আসার খবরে রীতিমত অসন্তুষ্ট তাঁরা। অনেকের মতে, মিঠাই-এর মৃত্যু হয়নি। তাকে হয়তো প্রাণে বাঁচিয়েছে স্যাম। মোদক পরিবারকে বাঁচাতে মিঠির রূপেই ফিরে আসছে মিঠাই।

আরও পড়ুন -  এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হোটেল থেকে

 অনেকের মতে, স্যাম নিজেই মিঠি ও সিডের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না তো! ফলে সিডের প্রাণসংশয়ের কথাও ভাবছেন। সৌমিতৃষা ইঙ্গিত দিয়েছেন, মিঠাই কোথাও একটা আছে।

ইন্সটাগ্রাম স্টোরিতে সৌমিতৃষা লিখেছিলেন, লিপের আগের শেষ শট দিলেন তিনি। চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ হলেও মিঠাই কোথাও একটা আছে সকলের জন্য। অনেকের ধারণা, মোদক পরিবারকে রক্ষা করতে মিঠির রূপে ফিরে আসছে মিঠাই।

আরও পড়ুন -  Ukraine: ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনে