Digha: চিরুনি ফাল মাছ দেখতে উৎসাহী জনতা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, দীঘাঃ   রবিবার দীঘার মোহনা বাজারে চিরুনি ফাল মাছ, দেখতে উৎসাহী জনতা।

রবিবার সকালে দীঘার অন্তর্গত মোহনা বাজারে দেখা মিললো এক বিরল প্রজাতির মাছের। নাম চিরুনি ফাল, মাছটির ওজন ৫০০ থেকে ৫৫০ কিলো পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। মূল্য কয়েক হাজার টাকা। ওড়িশার পারাদ্বীপ বন্দরের কাছে ধরা পড়ে মাছটি।

আরও পড়ুন -  ৪০ পেরিয়েও ঝকঝকে থাকবেন তরুণী

খবর প্রকাশ পাওয়ার পড়ে উৎসুক জনতা মাছটিকে দেখবার জন্য বাজারে ভিড় জমায়। অনেকেই মাছটির ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে। এই বিষয়ে সম্পর্কে মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছটি অত্যন্ত বিরল প্রজাতির। মাছটির পাখনা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ।

আরও পড়ুন -  প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো