সবুজ মেরুন শিবিরে আবার এলেন, সঞ্জয় সেন

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   সবুজ মেরুন শিবিরে আবার এলেন সঞ্জয় সেন।

আবার কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে মোহনবাগান দলে সঞ্জয় সেনকে। তবে তিনি এবার যুব দলের দায়িত্ব সামলাবেন। এর আগে সঞ্জয় সিনিয়ার দলের কোচ ছিলেন।তখন কলকাতা লিগ সহ আই লিগ ও ফেডারেশন কাপ দিয়েছেন মোহনবাগানকে। ছিলেন এ টি কে মোহনবাগান দলের সহকারী কোচ। তার আগে সঞ্জয় ছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ ।

আরও পড়ুন -  Web Series: বড় বয়সের মহিলার কাছেই সুখের সন্ধান খুঁজে পেলেন যুবক, ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই ওয়েব সিরিজটি
সঞ্জয় সেন

কোচ হয়ে তিনি বলেন, খুব ভালো হল,আগামীদিনের ফুটবলারদের প্রশিক্ষণ দিতে পারবো।

এদিকে কলকাতা ফুটবল লিগ খেতাব জয়ী মহামেডান স্পোর্টিং আই লিগে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলো। গকুলাম কেরালের কাছে ০-১ গোলে হেরে যায় সাদা কালো শিবির। সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা দলের কোচ হয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি জাতীয় গেমস ফুটবলে সোনা জয়ী বাংলা দলের কোচ বিশ্বজিৎ। ইস্টবেঙ্গলের জয় পেলো ১-০ গোলে বেঙ্গালুরু এফ সি র বিরুদ্ধে।

আরও পড়ুন -  লিগে স্পষ্ট করল না খেলবে কিনা? সবুজ মেরুন শিবির

সৌজন্যে।