Qatar World Cup: চূড়ান্ত দল ঘোষণা করলো নেদারল্যান্ডস, বিশ্বকাপে ২৬ সদস্যের

Published By: Khabar India Online | Published On:

 ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো নেদারল্যান্ডস কাতার বিশ্বকাপের জন্য। লুক ডি ইয়ং ও ভার্জিল ভ্যান ডাইককে নিয়ে দল গঠন করেছে ডাচরা।

২০১০ সালে, স্পেনের কাছে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

আরও পড়ুন -  Safe Drive Save Life: হেলমেট পড়ে বাইক চালাতে হবে, মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ

শুক্রবার বিশ্বকাপের জন্য দল প্রকাশ করেছে তারা। ২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে।

নেদারল্যান্ডসের ২৬ সদস্যের দল

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিয়েস নোপার্ট, রেমকো পাসভির।

আরও পড়ুন -  কেন্দ্র আন্তর্জাতিক ক্ষেত্রের শিক্ষার্থীদের ভারতে আনার ব্যবস্থা গ্রহণ করেছে

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লিন্ড, টিম্বার, ডেনজেল ডামফ্রাইস, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিস ডি লিট, টাইরেল ম্যালেসিয়া ও স্টেফান ডি ভ্রিজ।

মিডফিল্ডার: ফ্র্যাঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্ঘুইস, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, কেনেথ টেলর এবং জাভি সিমন্স।

আরও পড়ুন -  মোবাইল গ্রাহকদের জন্য মাঠে নামল TRAI, রিচার্জের টাকা সস্তা করতে

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, ভিনসেন্ট জ্যানসেন, নোয়া ল্যাং, ওয়েগহর্স্ট ও  লুক ডি ইয়ং। ছবিঃ সংগৃহীত।