Lionel Messi: মানসিকভাবে এগিয়ে আর্জেন্টিনা, বিশ্বকাপেঃ লিওনেল মেসি

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপের পর্দা উঠছে চলতি মাসের ২০ নভেম্বর। অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসির সম্ভবত শেষ বিশ্বকাপও। দলের সতীর্থরা চাইবেন মেসির অভিজ্ঞতার হাতে উঠুক এবারের শিরোপা। কাতার বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

সম্প্রতি কাতার বিশ্বকাপে নিজেদের নিয়ে কথা বলেছেন মেসি। সংবাদ মাধ্যম ওলে এক সাক্ষাৎকারে দীর্ঘ সময় আলোচনা করেছেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন,‘আমরা ২০১৯ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হারের পর থেকেই নিজেদের শক্তিশালী করে তোলার চেষ্টা করি। সবকিছুতেই নিজেদের উন্নত করি। ২০১৪ বিশ্বকাপ ও এবারের দলের মধ্যে অনেক মিল রয়েছে। দল মানসিকভাবে বেশ এগিয়ে। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন -  জয়ের সাথে রেকর্ড করলেন রোনালদো, আল-নাসরে ম্যাচে

তিনি বলেন, ‘আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। আমরা মনে করি এই মুহূর্তে আমরা সেরা সময়ে রয়েছি। একই সময় আমাদের মনে করতে হবে এটা বিশ্বকাপ ও এটা খুব কঠিন।’

২০০৬ বিশ্বকাপের স্মৃতি নিয়ে মেসি বলেন, ‘প্রথমবার আমি খুবই ছোট ছিলাম। সে সময় আমি খেলায় মজা করতাম, এমনকি খেলার জন্য রেগেও যেতাম। তবে অন্যভাবে আমি অনেক কিছুই উপভোগ করেছিলাম।’

আরও পড়ুন -  SAFF Champions: বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২০ নারী

২০১৪ বিশ্বকাপে মেসির অধীনে ফাইনাল খেলে আর্জেন্টিনা। জার্মানির কাছে হেরে যেতে হয় শেষ মুহূর্তে।  মেসি বলেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা খুবই ভালো খেলেছিলাম। এই অভিজ্ঞতা ভোলার নয়। আমি সেবার দারুণ উপভোগ করি, তবে আসল কথা হচ্ছে আমরা একটি দারুণ গ্রুপ হয়ে খেলেছিলাম।’

আরও পড়ুন -  কোভিড-১৯এর মোকাবিলায় এসএনবিএনসিবিএস-এর শ্বাসবায়ু শোধক মাস্ক এবং ন্যানো স্যানিটাইজার সাহায্য করবে

কাতারে আর্জেন্টিনার খেলা কেমন হবে জানিয়ে মেসি বলেন, ‘বিশ্বকাপে এমন কিছু ঘটে যা আপনি চিন্তাও করতে পারবেন না। প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ, একটি ভুলও আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।

আমরা নিজেদের প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ একইভাবে খেলতে চাই। আমাদের এই দলটা এভাবেই খেলে আসছে, আমরা ভাবি না কোন ম্যাচ খেলছি। আমরা প্রতিটি ম্যাচেই বিশেষ নজর দেই, যা ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ফাইল ছবি।