Kherson: ‘মৃত্যুর নগরী’ তে পরিণত করতে চায় রাশিয়া, খেরসনকেঃ কিয়েভ

Published By: Khabar India Online | Published On:

সৈন্যদের দক্ষিণ ইউক্রেনের শহর খেরসন থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। এই পদক্ষেপ শহরটিকে ‘মৃত্যুর নগরী’তে পরিণত করার কৌশল বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দাবি করেনে, রাশিয়ার সৈন্যরা খেরসনের প্রতিটি অ্যাপার্টমেন্ট থেকে নর্দমা পর্যন্ত সমস্ত কিছুতে মাইন পুতে রেখেছে। এছাড়াও ডিনিপ্রো নদীর অপর পাশ থেকে কিয়েভের সৈন্যদের ওপর গুলি বর্ষণ করার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করেছেন তিনি।

আরও পড়ুন -  Food Crisis: বিশ্বব্যাপী খাদ্য সংকট কাটিয়ে উঠতে সাহায্য করতে আগ্রহী রাশিয়া

রাশিয়া তাৎক্ষণিকভাবে পোডোলিয়াকের মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বুধবার ঘোষণা করেছেন, রাশিয়ান বাহিনী ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে পিছু হটবে, যার মধ্যে রয়েছে খেরসন। ফেব্রুয়ারীতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কো যে একমাত্র আঞ্চলিক রাজধানী দখল করেছিল।

আরও পড়ুন -  শিক্ষিকার সঙ্গে ছাত্রের অন্তরঙ্গ ফটোশুট, শিক্ষা সফরে গিয়ে

ইউক্রেনের সেনাবাহিনী প্রথম থেকেই বলেছে, তারা এখনও নিশ্চিত করতে পারেনি যে খেরসন থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার করছে।

ইউক্রেনের ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সি গ্রোমভ একটি ব্রিফিংয়ে বলেছিলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিজস্ব পদক্ষেপের কারণে রাশিয়ান বাহিনীকে প্রত্যাহার করা ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহুর্তে, আমরা খেরসন থেকে তথাকথিত রাশিয়ান সেনা প্রত্যাহারের তথ্য নিশ্চিত বা অস্বীকার করতে পারি না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের আক্রমণাত্মক অভিযান চলবে।

আরও পড়ুন -  Donbass: দোনবাস নরকে পরিণত: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

সূত্রঃ রয়টার্স। ছবিঃ সংগৃহীত।