বাটলার-হেলস জুটির ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ভারত। ১০ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। বাটলারের ৪৯ বলে ৮০ রান এবং হেলসের ৪৭ বলে ৮৬ রান জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বাটলার ছক্কা মারলে ইংল্যান্ডের রান হয়ে যায় ১৭০। শুরু থেকে ভারতকে চাপে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। চাপের মুখে ধরে খেলে দলকে এগিয়ে নেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়া শেষ বলে হিট উইকেট আউট হওয়ার আগে ৩২ বলে করেন ৬৩ রান।
কোহলি-হার্দিকের ফিফটিতে ভর করে ভারত ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে।
ভারত একাদশ
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আরশদীপ সিং।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ। ছবিঃ সংগৃহীত।