Britney Spears: স্নায়ু ড্যামেজ, পপ গায়িকা ব্রিটনি’র

Published By: Khabar India Online | Published On:

 ব্রিটনি স্পিয়ার্স পপ সাম্রাজ্যের জনপ্রিয় নাম। বিশ্বজুড়ে তার কণ্ঠের অনুরাগীর অভাব নেই। সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হয়েছেন পপ গায়িকা। এই খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে ব্রিটনি জানান, বিরল রোগে তার শরীরের ডানপাশের স্নায়ু ড্যামেজ হয়ে গেছে। এই রোগের কোনো চিকিৎসাও নেই বলে জানিয়েছে এই গায়িকা।

আরও পড়ুন -  শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে এলাকায় রুট মার্চ

তিনি আরও লিখেন, বিরল রোগে ডানপাশের স্নায়ু যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই ঠিক করতে পারবে না। অনেক সময় অক্সিজেন না পেলে মস্তিষ্কের স্নায়ু কাজ করে না। ফলে শরীরের বেশ কিছু অঙ্গ অসাড় হয়ে যায়।

আরও পড়ুন -  Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে

 পপ গায়িকা আরও জানান, স্নায়ু গুলো দেহের ডানপাশ থেকে সুইয়ের মতো ফোটে। তখন অনেক বেশি কষ্ট হয় মাথায়, যেটা অনেক ভয়ঙ্কর। এই রোগের কোনো চিকিৎসা না থাকায় তিনি নিজেই এর সমাধান খুঁজে বের করেছেন। নাচকে এই রোগের প্রতিষেধক মনে করছেন ব্রিটনি। নাচলে কোনো ব্যথা অনুভব করেন না তিনি।  এমন প্রতিষেধক খুঁজে পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানান তিনি। ছবিঃ ফাইল ছবি।

আরও পড়ুন -  ভারত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসব, ২০২০-র পূর্বে একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে বিজ্ঞান যাত্রা