World Cup Football: ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ব্রাজিল, বিশ্বকাপে

Published By: Khabar India Online | Published On:

 ব্রাজিল, কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। আগামী ২০ নভেম্বর এবারের বিশ্বকাপের পর্দা উঠবে । দল ঘোষণার সময়সীমা ১৪ নভেম্বর পর্যন্ত বেধে দিয়েছে ফিফা। নিয়মিত ও ক্লাবের হয়ে ছন্দে থাকাদের নিয়ে সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ।

সোমবার চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন ব্রাজিল কোচ তিতে। দীর্ঘদিন ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন, তাদের ভেতর থেকেই সেরা ২৬ জন ফুটবলারকে বেছে নেয়া হয়েছে। তবে জায়গা হয়নি রবার্তো ফিরমিনোর।

আরও পড়ুন -  England-Wales: ইংল্যান্ড, গ্রুপ সেরা হয়ে নকআউটে

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন নেইমার-ভিনিসিয়ুসরা। অন্যদিকে রিয়ালের জার্সিতে দাপট দেখাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সা ফরোয়ার্ড রাফিনহাও আছেন সেরা ছন্দে। তাদের নিয়েই কাতারে আরও একবার শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য দলটির।

আরও পড়ুন -  সুনিতা বেবি নেচে সর্বনাশ করল, শুরু হল টাকার বৃষ্টি, পাতিয়ালা স্যুটে নেচে, Video Haryanvi

২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। গ্রুপ ‘জি’তে দলটির অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।

২৬ সদস্যের ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।

আরও পড়ুন -  T20 World Cup: মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার, টি-টোয়েন্টি বিশ্বকাপের

ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালেক্স তেয়াস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমার।

মিডফিল্ডার: কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, এভারটন রিভেইরো।

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, আন্টনি, রদ্রিগো,গ্যাব্রিয়েল মার্টিনেল্লি,    গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন ও  পেদ্রো। ছবিঃ সংগৃহীত।