Eastern Bodybuilding Competition: কলকাতায় এবার পূর্বাঞ্চলীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   কলকাতায় এবার পূর্বাঞ্চলীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা।

দীর্ঘ ২২ বছর বাদে আবার কলকাতায় জাতীয় স্তরের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আসর বসতে চলেছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশ নেবেন ২৫০জন।প্রতিনিধি। বাংলা থেকে নামবেন ১১১ জন প্রতিনিধি।

আরও পড়ুন -  Talented: তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বক্সিং ও উশু-তে নথিভুক্তির জন্য সিলেকশন ট্রায়াল
সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি বলেন,বাংলা থেকে অনেক বডি বিল্ডার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নজরে এসেছেন। তাদের দক্ষতাকে সেলাম করি। অনেক নামী প্রতিযোগীরা অংশ নেবেন। বাংলার পাশাপাশি অসম,মনিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা আসছেন। এদিনের বৈঠকে হাজির ছিলেন তুষার শীল,অঞ্জন মিত্র,সুদীপ্ত সরকার ও সঞ্চিতা মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি ও স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন -  এই সুবিধা বাতিল সরকারি কর্মীদের

সৌজন্যে।