Protests: ইতালিতে বিক্ষোভ, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ।

বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা।

আরও পড়ুন -  দিল্লিতে রুশ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, কী চাইছেন?

বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। শ্রমিক ইউনিয়নের নেতারা এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। বহু সংখ্যক ছাত্র ও মানবাধিকার কর্মীও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরও পড়ুন -  Trudeau: ‘গণহত্যার’ ব্যাপারে কথা বললেন ট্রুডো, ইউক্রেন

বিক্ষোভকারীরা রঙধনু রঙের পতাকা বহন করেন এবং তাতে “শান্তি চাই, সহিংসতা নয়” এমন স্লোগান লেখা ছিল। ‘ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দেয়া হয়েছে, আমরা যুদ্ধ চাই না, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, কূটনীতি কোথায়’, এমন ধরনের নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুন -  Donetsk: ডোনেটস্কের অর্ধেক রাশিয়ার নিয়ন্ত্রণেঃ ডেনিস পুশিলিন

বিক্ষোভে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ফাইভ স্টার পার্টির নেতা জিসেপে কোন্তে উপস্থিত ছিলেন।

সূত্রঃ পার্সটুডে।