World Cup Semi: ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমি, বৃষ্টির শঙ্কা

Published By: Khabar India Online | Published On:

সেমির দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের। অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড ম্যাচটি কি নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস বলেছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন অ্যাডিলেডে বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। সারাদিন আকাশ মেঘলা থাকবে। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওইদিন বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন -  Christmas Tree: ক্রিসমাস ট্রিতে আগুন লেগে বাবা সহ দুই ছেলের মৃত্যু

 শুধু বৃহস্পতিবার নয়, আগেরদিন বুধবারও অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। সেদিনও ঝোড়ো হাওয়া বইতে পারে।

 দু’দিন আকাশ মেঘলা থাকে এবং বৃষ্টি হয়, তাহলে পিচ ও আউটফিল্ড পর্যাপ্ত রোদ পাবে না। আউটফিল্ড ভেজা থাকলে তা খেলা শুরু করার বিপক্ষে যাবে। সেমিফাইনালের মতো খেলায় সম্পূর্ণ নিশ্চিত না হয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেবেন না আম্পায়াররা।

আরও পড়ুন -  হাওড়ার শিবপুর, উওর হাওড়া এবং বালি সহ বহু এলাকায় কয়েক ঘন্টার বৃষ্টিতে জলে তলায়

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি খেলা বৃষ্টির কারণে ভেস্তে গেছে। কয়েকটি ম্যাচের ফল হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। যার মারপ্যাচে পড়ে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।

আরও পড়ুন -  Debchandrima Singha Roy: ভিন্ন রূপে ধরা দিলেন দেবচন্দ্রিমা, ভাইরাল ভিডিও

ফলে নির্ধারিত দিনে কোনো কারণে খেলা শেষ না করা গেলে পরের দিন হবে। প্রতীকী ছবি।