Shyam Thapa: শ্যাম থাপা নতুন সভাপতি

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   শ্যাম থাপা নতুন সভাপতি।

ভেটারেন্স ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। সচিব হয়েছেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জি। অার কোষাধ্যক্ষ সমীরণ চক্রবর্তী। সভাপতি শ্যাম থাপা বলেন,বাংলার ফুটবলের কথা আমাদের ভাবতে হবে। আমরা যখন ফুটবল খেলেছি তখন ভারতীয় দলে বাংলা থেকে কত ফুটবলার জায়গা পেতেন। আর আজ? ছোটদের কথা ভাবতে হবে। ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে হবে। ক্লাবের বিজয়া সম্মেলন মঞ্চে জাতীয় গেমসে ফুটবলে খেতাব জয়ী বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য কে সম্মানিত করা হয়।

আরও পড়ুন -  কীটনাশক খেয়ে আত্মহত্যা গৃহবধুর
সি এ বি তে, দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কাফু

এদিকে দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কাফু মহামেডান স্পোর্টিং মাঠে খেললেন এবং গোল করলেন। কাফুর সঙ্গে খেলেন লিয়েন্ডার পেজ,মনোজ তেওয়ারি ও রহিম নবিরা। তারপরে কাফু যান সি এ বি তে। সেখানে তিনি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ও প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেন। ক্রিকেট খেলা দেখেন। কলকাতার প্রতির প্রেমে পড়ে গেছেন সেই কথা বললেন।

আরও পড়ুন -  পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল ইউবা ট্যাবলেটসহ এক পাচারকারী

সৌজন্যে।