Mohammad Nabi: মোহাম্মদ নবী অধিনায়কত্ব ছাড়লেন, কেন?

Published By: Khabar India Online | Published On:

আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ নবী।

 অলরাউন্ডারের নেতৃত্বেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় আফগানরা। অধিনায়কত্ব ছাড়ার পেছনে সাম্প্রতিক সময়ে নিজের খারাপ ফর্মকেই কারণ দেখিয়েছেন নবী।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠিতে তিনি লিখেন, আমি দুই বছরের বেশি সময় যাবৎ অধিনায়কের দায়িত্বে ছিলাম। নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছি। বিশ্বকাপের মতো বড় আসরে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। বর্তমানে খারাপ সময় পার করছি। তাই, ক্রিকেট বোর্ডকে আমার পদত্যাগপত্র গ্রহণের আকুতি জানিয়েছি, আমাকে টিমের খেলোয়াড় হিসেবে র‍াখার অনুরোধ করেছি।

আরও পড়ুন -  Afghanistan: টিভিতে খবর পড়তে হবে মুখে নেকাব পরেই, আফগানিস্তানে

২০১৩ সালের মার্চে অধিনায়ক হিসেবে নওরোজ মঙ্গলের স্থলাভিষিক্ত হয়েছিলেন নবী। তার অধীনে ২৮টি ওয়ানডের মধ্যে ১৩টিতে জয় পায় আফগানরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ ম্যাচে অধিনায়কত্ব করে ১২টিকে জয় পায় নওরোজ।

আরও পড়ুন -  T20 World Cup: পাকিস্তান সেমিতে, বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে স্কটল্যান্ডকে হারিয়ে একটিতে জয় পায় আফগানিস্তান। আফগান অধিনায়ক নবী ছয় ম্যাচ মিলে ৯০ রান করেন।

উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে ৫১টি ওয়ানডে ম্যাচে ২৮.৯৭ গড়ে ১,১৫৯ রান সংগ্রহ করেছেন নবী। ফাইল ছবি।

আরও পড়ুন -  T20 World Cup: আফ্রিকার সাথে জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো, পাকিস্তান