T20 World Cup: অজিরা বাঁচিয়ে রাখলো, সেমির স্বপ্ন

Published By: Khabar India Online | Published On:

 অ্যাডিলেডে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া।

অজিদের জয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। ইংল্যান্ডকে যদি শ্রীলঙ্কা হারাতে পারে, তবেই শেষ চারে যাবে অজিরা।

শুক্রবার অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ সংগ্রহ করে অজিরা।

৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। মিচেল মার্শ ৩০ বলে ৪৫ ও মার্কাস স্টইনিস ২১ বলে ২৫ রান করেন। ১৮ বলে ২৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ক্যামেরন গ্রিন ৩, স্টিভ স্মিথ ৪, এই ম্যাচে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ৬ রান করেন। প্যাট কামিন্স ১ ও কেন রিচার্ডসন শূন্য রানে আউট হন।

আরও পড়ুন -  T20 World Cup: আফ্রিকার সাথে জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো, পাকিস্তান

নবীন উল হক ৪ ওভারে ২১ রানে তিনটি, ফজলহক ফারুকি ৪ ওভারে ২৯ রান খরচ করে দুটি উইকেট নেন।

মুজিব উর রহমান ৪ ওভারে ৪২ রান দিয়ে, রশিদ খান ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।

আরও পড়ুন -  Web Series: রোগীর সঙ্গে শারীরিক খেলায় মাতলেন ডাক্তার, স্ত্রী থাকতেও, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না ওয়েব সিরিজটি

 আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৯ রান করেন গুলাবদিন।

 ১৭ বলে ৩০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ৯৯ রানে পঞ্চম ও ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর রশিদ খান ও দারউইশ রসুলি ঝোড়ো ব্যাটিং চালাতে থাকেন। ১৮তম ওভারে কেন রিচার্ডসন ১৬ ও ১৯তম ওভারে জশ হ্যাজলউড ১১ রান দেন। ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রশিদ খান।

আরও পড়ুন -  IND vs RSA: রোহিতের প্রধান অস্ত্র, এই ৫ ভারতীয় ক্রিকেটার, জেতাতে পারে প্রোটিয়াদের বিরুদ্ধে

অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নেন। ছবিঃ সংগৃহীত।