Super Twelve: ১৮৬ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডকে

Published By: Khabar India Online | Published On:

 ১৮৬ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে।

 দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বর স্থানে।

আরও পড়ুন -  Nepal: বৃষ্টি, বন্যা ও ভূমিধস, নিহত ৪৩, নেপালে

 সুপার টুয়েলভে চার ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে নিউজিল্যান্ড। আইরিশদের বিপক্ষে ম্যাচ জিতলেই শেষ চারে চলে যাবে সাউদি-বোল্টরা।

 এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপে দেখা হয়েছিল দুদলের। ম্যাচটি ৮৩ রানে জিতেছিলো কিউইরা।

আরও পড়ুন -  T20 World Cup: সুপার টুয়েলভে জিম্বাবুয়ে, স্কটল্যান্ডকে হারিয়ে

 এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি হ্যাটট্রিক দেখলো ক্রিকেটভক্তরা। আইরিশ বাঁহাতি পেসার জশ লিটল এবার নাম লেখালেন এলিট লিস্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন -  World Cup: উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড, বিশ্বকাপে

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, জশ লিটল, ব্যারি ম্যাকক্যার্থি, মার্ক অ্যাডাইর ও ফিওন হ্যান্ড।