পাঞ্জাবে শিবসেনা নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকেলে অমৃতসরের একটি ব্যস্ত রাস্তায় তাকে গুলি করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয়। ঘটনায় সন্দীপ সিং নামে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার স্থানীয় একটি মন্দিরের বাইরে একটি সমাবেশ করার সময় সুরিকে একটি পিস্তল থেকে কমপক্ষে পাঁচটি গুলি চালানো হয়।
এনডিটিভি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার সময় সুরির সুরক্ষায় ১২ জন পুলিশ ছিল, ঘটনাস্থলে স্থানীয় পুলিশও মোতায়েন ছিল, তবুও আক্রমণকারী সন্দীপ সিং কমপক্ষে দুটি গুলি করতে সফল হয়েছিল।
অমৃতসরের পুলিশ কমিশনার অরুণ পাল সিং জানিয়েছেন,ঘটনার পরপরই হামলাকরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।
জনগণকে শান্ত থাকার আহ্বান জানান অরুণ পাল সিং।