Kiev: বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে প্রায় ৪৫ লাখ ইউক্রেনীয়ঃ ভলোদিমির জেলেনস্কি

Published By: Khabar India Online | Published On:

রাশিয়ার হামলার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ৪৫ লাখ ইউক্রেনীয় নাগরিক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলায় কিয়েভ ও অন্যান্য ১০টি অঞ্চলের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখানকার প্রায় ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন -  Russia: রাশিয়ার অভিযোগ, ইইক্রেনে বিদেশি যোদ্ধাদের নিয়োগে নিরব ন্যাটো

তিনি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার আক্রমণ একদিনের জন্যও থামেনি।

উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইরানি তৈরি ‘আত্মঘাতী ড্রোন’ ব্যবহার করে ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ান হামলাকে ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়া বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন -  অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রর মুখ দেখেন না, ধর্মেন্দ্র’র নাতির বিয়েতে কেউ আসলেন না বচ্চন পরিবার থেকে

সূত্রঃ আল জাজিরা। ছবিঃ সংগৃহীত।