শিখা দেব, কলকাতাঃ আবার হারের মুখে ইস্টবেঙ্গল।
আবার হারের লজ্জায় মুখ ঢাকতে হলো ইস্টবেঙ্গলকে। কী হল ইস্টবেঙ্গলের! শুক্রবার যুব ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিলো চেন্নাই য়েনের সঙ্গে। ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হলো লাল হলুদ দলকে।
আই এস এল ফুটবলে এই ম্যাচে ইস্টবেঙ্গল হারলো ০-১ গোলে চেন্নাই দলের কাছে। খেলার প্রথম পর্বে ইস্টবেঙ্গল চাপ সৃষ্টি করলেও, দ্বিতীয় পর্বে তার কোনও চেহারা দেখতে পাওয়া গেলো না। চেন্নাই অনেক পরিকল্পিত ফুটবল খেলে গোল পেয়ে যায়। ৬৭ মিনিটে ভাফ গোল করেন দারুন হেডে। পিছিয়ে থেকে আক্রমণ গড়ে তুলতে পারে নি ইস্টবেঙ্গল। বরঞ্চ ৭০ মিনিটে সার্থক গোলুইকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তবে দশজনের ইস্টবেঙ্গলকে অার গোল দিতে পারে নি চেন্নাই দল।
এদিকে সাংসদ অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম ডিভিশনে রানার্স আপ হয়ে প্রিমিয়ার বি ডিভিশনের খেলবার ছাড়পত্র পেলো।এবারে এই দল কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছিল। সাংসদ অভিষেক সবাইকে অভিনন্দন জানিয়ে ছেন। এই ডিভিশনে সেরা আর্মি রেড দল।
আবার এদিন বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কফু কলকাতায় এসে বললেন, এবারের বিশ্বকাপ জিততে পারে নেইমাররা। দারুন ছন্দে আছে ব্রাজিল দল।
সৌজন্যে।