LPG Cylinder Price: একধাক্কায় গ্যাসের দাম কমল ১১৫ টাকা, আপনার শহরের দাম জানুন

Published By: Khabar India Online | Published On:

 মূল্যবৃদ্ধির জেরে অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বাড়ছে। অগ্নিমূল্য বাজারের নাজেহাল অবস্থা। প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। চলতি মাসের শুরুতে সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। ১ লা নভেম্বর এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১৫ টাকা কমেছে।তবে দাম কমেনি রোজকার ব্যবহৃত গৃহস্থ ১৪.২ কেজি সিলিন্ডারের। ১১৫ টাকা দাম কমানো হয়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের।

আরও পড়ুন -  WWE ম্যাচ দিল্লি মেট্রোর ভিতরেই, মহিলাদের এই রকম লড়াই দেখে যাত্রীরা চমকে গেলেন ( Viral Video)

IOCL-এর মতে, ১ নভেম্বর থেকে রাজধানী শহর দিল্লিতে Indane-এর ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হবে ১১৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হত ১৮৬৯ টাকা ৫০ পয়সা। আজ ১ লা নভেম্বর দাম কমার পর দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৪৪ টাকা। পাশাপাশি কলকাতাতে ১১৩ টাকা, মুম্বাইতে ১১৫ টাকা ৫০ পয়সা এবং চেন্নাই ১১৬ টাকা ৫০ পয়সা দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের।

আরও পড়ুন -  LPG Cylinder: রেশন কার্ড থাকলেই ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার, নয়া নিয়মে সুবিধা পাবেন লক্ষ লক্ষ পরিবার

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি গৃহস্থ সিলিন্ডার পুরনো দামেই বিক্রি হবে। বর্তমানে রাজধানী শহর দিল্লিতে এই গ্যাসের দাম ১০৫৩ টাকা এবং কলকাতাতে দাম ১০৭৯ টাকা। উল্লেখ্য, টানা ছয়বার দাম কমলো এই বাণিজ্যিক সিলিন্ডারের। ফলে ছোটখাটো হোটেল ব্যবসায়ী ব্যাপক উপকৃত হবে। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  গ্যাস বুক করতে পারবেন মাত্র ৭৫০ টাকায় এই শহরগুলিতে, LPG গ্যাস সিলিন্ডারের দাম কমছে